ইরানের সঙ্গে করা পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে আসা ঠেকাতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন ওয়াশিংটন যাচ্ছেন। আজ রোববার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
ইরানের সঙ্গে ছয় বিশ্বশক্তির করা পরমাণু চুক্তি থেকে যেকোনো সময় যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারে বলে সম্প্রতি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ১২ মে ট্রাম্প ফয়সালা দেবেন। তাঁর মতে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে চুক্তি।
কিন্তু চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশ ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, রাশিয়া ও চীনও চায় চুক্তিটি অটুট থাকুক। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ সম্প্রতি ওয়াশিংটন সফর করেন। এ সময় তিনি ট্রাম্পকে চুক্তি থেকে বের না হতে অনুরোধ করেন। গত শুক্রবার জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলও ট্রাম্পের সঙ্গে বৈঠক করে তাঁকে একই বার্তা দিয়েছেন।
চুক্তির আওতায় ইরান নিজেদের পরমাণু কর্মসূচি স্থগিত রাখার ব্যাপারে একমত হয়। এর বিনিময়ে দেশটি চায় তাদের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। তবে শুরু থেকে এই চুক্তি নিয়ে সমালোচনামুখর ছিলেন ট্রাম্প। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, তিনি ক্ষমতায় গেলে তাঁর পূর্বসূরি বারাক ওবামার করা এই চুক্তি বাতিল করবেন।