সর্বশেষ:
Home / ব্রাহ্মণবাড়িয়া / খুন করে ট্রেনে পালানো, ক্লান্ত হয়ে কসবায় আত্মসমর্পণ ইমনের

খুন করে ট্রেনে পালানো, ক্লান্ত হয়ে কসবায় আত্মসমর্পণ ইমনের

গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় দায়ের করা একটি হত্যা মামলার প্রধান আসামি মো. ইমন মিয়া অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানায় এসে আত্মসমর্পণ করেছেন। হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন ট্রেনে চড়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান তিনি। তবে অবশেষে ক্লান্ত হয়ে আত্মসমর্পণের পথ বেছে নেন।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে কসবা থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ২৫ বছর বয়সী ইমন। তিনি গাজীপুর জেলার টঙ্গী থানার পশ্চিমপাড়া টিএন্ডটি এলাকার আকবর আলীর ছেলে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, ২০ এপ্রিল টঙ্গী পূর্ব থানার এলাকায় একটি হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে যান ইমন। এরপর তিনি বিভিন্ন ট্রেনযোগে দেশের নানা স্থানে ঘুরে বেড়াতে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে বুধবার রাতে কসবা থানায় আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণের সময় ইমন হতাশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ওসি। তার দেওয়া তথ্য যাচাই করে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার সকালে টঙ্গী পূর্ব থানা পুলিশের কাছে ইমনকে হস্তান্তর করা হয়।

Check Also

সৌদিআরবে বাঞ্ছারামপুরের মানিকের মৃত্যু, টাকার অভাবে লাশও আনতে পারছে না পরিবার

ডেস্ক রিপোর্ট   ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামে মো. মানিক মিয়া গত কিছুদিন আগে সৌদি …