ডেস্ক রিপোর্ট
ঘোষণা করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি। এই কমিটিতে সভাপতি করা হয়েছে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলকে। সাধারণ সম্পাদক হয়েছেন সিরাজুল ইসলাম সিরাজ।
শুক্রবার (৯ মে) এক বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ১৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে বাঞ্চারামপুর উপজেলার বেশ কয়েকজন নেতাকর্মী স্থান পেয়েছেন। এতে আনন্দের বার্তা বইছে পুরো উপজেলা জুড়ে।
সহ সভাপতির পদ পেয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার রাধানগর গ্রামের কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বর্তমানে তিনি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়াও বাংলাদেশ কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ছাড়াও কমিটিতে স্থান পেয়েছেন বাঞ্ছারামপুর উপজেলার আরও কয়েকজন নেতা।
এদের মধ্যে উপদেষ্টা পরিষদে আব্দুল খালেক, এ্যাডভোকেট রফিক সিকদার, এ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া, মেজর (অব.) সাইদ।
এছাড়া সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মহসিন।
সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি এ কে এম মুসা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক সাইদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসা, ইঞ্জিনিয়ার কাজী দবিরউদ্দিন, ভিপি দেওয়ান নাজমুল হুদা ও মোস্তফা।