ডেস্ক রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দশদোনা গ্রামে মো. মানিক মিয়া গত কিছুদিন আগে সৌদি আরবে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন)
জানা যায়, গত চার দিন মানিক মিয়া সৌদিআরবে ব্রেইন স্টোক করে শেষ নিশ্বাস ত্যাগ করেন। বর্তমানে তার মরদেহ সৌদিআরবেই রয়েছে।
এদিকে তার পরিবারে চলছে শোকের মাতম। অন্যদিতে অর্থের অভাবে লাশ আনা নিয়ে দেখা দিয়েছি অনিশ্চয়তা। কারণ তিনি সেখানে কোনো কোম্পানির অধীনে ছিলেন না।
লাশ বাংলাদেশে আনার মতো টাকা পরিবারের কাছে নেই বলে জানান তার স্বজনরা।
খোঁজ নিয়ে জানা যায়, দেশে থাকতে রিকশা চালাতেন মানিক মিয়া। কয়েক মাস আগে ভাগ্য ফেরাতে ধার-দেনা করে সৌদি আরবে যান তিনি। তবে ভাগ্য সহায় হলো না মানিকের। সেখানেই স্ট্রোক করে হয় মৃত্যু।
অভাব অনটনে থাকা পরিবার এবার পড়েছে যেন অথৈই সাগরে। টাকার অভাবে লাশও আনতে পারছেন না। এমন অবস্থায় তার পরিবার সাহায্য চেয়েছেন এলাকাবাসীর কাছে। এই সাহায্যের মাধ্যমেই আসতে পারে লাশ।
এতে কিছুটা হলেও সান্ত্বনা ফিরে পাবে মানিক মিয়ার বাবা, মা, এবং স্ত্রী-সন্তানরা।
মানিক মিয়ার লাশ দেশে আনতে দশদোনা যুব কাফেলা সংগঠন বিশেষভাবে কাজ করছে। কেউ সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে নিচের নাম্বারে পাঠাতে পারেন।
01810-840129 (বিকাশ)।