সর্বশেষ:
Home / শিক্ষা / কেন ফিরে আসছেন বাংলাদেশে গৃহকর্মী মেয়েরা ? সৌদি আরব থেকে

কেন ফিরে আসছেন বাংলাদেশে গৃহকর্মী মেয়েরা ? সৌদি আরব থেকে

নিরাপদ অভিবাসনের পক্ষে কাজ করে বাংলাদেশের এমন একটি প্রতিষ্ঠান বলছে, নানা নির্যাতন, হেনস্থার শিকার হয়ে সৌদি আরব থেকে নারী শ্রমিকদের ফিরে আসার সংখ্যা সম্প্রতি বেড়ে গেছে।বেসরকারি সংস্থা ব্রাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বিবিসিকে বলেছেন, শনিবার এরকম ৬৬ জন নারী গৃহকর্মী তাদের চুক্তি শেষ হবার আগেই দেশে ফিরেছেন।তিনি জানান, জানুয়ারি থেকে এখন পর্যন্ত মাসে গড়ে প্রায় দু’শ জন করে নারী কর্মী সৌদি আরব থেকে ফিরে এসেছেন।তাদের অনেকেই ফিরে যৌন নির্যাতন থেকে শুরু করে নানা ধরণের শারীরিক এবং মানসিক নির্যাতনের অভিযোগ করেছেন।দু’বছরের চুক্তিতে গেলেও মাত্র ১১ মাস পরে গত শনিবার খালি হাতে (সৌদি আরব থেকে) দেশে ফিরে এসেছেন সুনামগঞ্জের তাসলিমা আক্তার।বিবিসি বাংলাকে টেলিফেনে তিনি বলেন, “অনেক আশা নিয়ে ওই দেশে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তেমন কিছু না। দালাল বলেছিল, সেখানে গেলে ২০ হাজার টাকা দেবে, মোবাইল দেবে, কথা বলতে দেবে, কাপড়চোপড়-সাবান তেল সবকিছু ফ্রি।”কিন্তু আসলে তেমন কিছু না, ঠিকমত বেতন দেয় না, নিজের গাঁট থেকে টাকা দিয়ে সবকিছু কিনতে হয়।”তাসলিমা আক্তার বলছিলেন, “আমার প্রায় আট মাসের বেতন বাকি। বেতন চাইলে বলে তোর আকামা হয় নি, আকামা করাতে আড়াই লাখ টাকা লাগবে – এরকম অনেক কিছু বোঝাতো।”

Check Also

নজরদারির অভাবে উপজেলা পরিষদের সামনেই স্কুলের ছেলে-মেয়েদের মেলামেশা

ডেস্ক রিপোর্ট    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের পেছনেই পুকুর ঘাট। কিছুটা দৃষ্টি নন্দন পরিবেশও রয়েছে। …