সর্বশেষ:
Home / বিনোদন / রানির বাংলাদেশী ছবিতে অভিনয়ের বিষয়টি গুজব

রানির বাংলাদেশী ছবিতে অভিনয়ের বিষয়টি গুজব

কলকাতার বাংলা ছবি দিয়েই ক্যারিয়ার শুরু হয়েছিল বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রানি মুখার্জির। সেই সূত্র ধরেই শোনা

 

গিয়েছিল ঢাকায় আসবেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। বাংলাদেশের একটি ছবিতে তিনি কাজ করবেন। তার স্বামী আদিত্য

 

চোপড়ার বিখ্যাত প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের ব্যানারে ছবিটির প্রযোজনাও করবেন তিনি।

ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হওয়া এ ছবির নাম ‘ক্র্যাক প্লাটুন’। ফেসবুকে এ নামে সার্চ করলেই দেখা যায়

 

হ্যাশট্যাগে রানি মুখার্জি, যশরাজ ফিল্মসের নাম। একটি টিজারও পাওয়া যাচ্ছে। এই গুঞ্জনও ছড়িয়েছে, ইতোমধ্যেই ঢাকায়

 

এসেছেন রানি। তিনি গোপনে শুটিং করে গেছেন ছবিটির। এ নিয়ে কৌতূহলের শেষ নেই চলচ্চিত্রপাড়ায় ও বাংলাদেশে রানি

 

মুখার্জির ভক্তদের।

তবে এ ঢাকা সফর ও বাংলাদেশি সিনেমায় অভিনয় করার বিষয়টিকে সরাসরি গুজব বলে দাবি করেছেন রানি মুখার্জি। তাকে

 

নিয়ে গুঞ্জনের ধোঁয়াশা কাটাতে মুম্বাইয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি এ মন্তব্য করেন।

 

রানি মুখার্জির পক্ষে তার সহকারী মণিকা মঙ্গলবার গনমাধ্যমকে আরও বলেন, আপাতত এমন কোনো প্রজেক্টের সঙ্গে যুক্ত নন

 

রানি মুখার্জি। তার সঙ্গে এ নিয়ে কারো কোনো কথাও হয়নি, যা ছড়িয়েছে সেটা গুজব। বিভ্রান্ত না হতে অনুরোধ করছি সবাইকে।

 

Check Also

গুলি করো তবুও রাখাইনে ফেরত দিয়ো না

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ‘ইউএনএইচসিআর’ এর বিশেষ দূত হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তিন দিনের   …