সর্বশেষ:
Home / জাতীয় / হোমনায় আলোচিত পৃথক দুই হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

হোমনায় আলোচিত পৃথক দুই হত্যা মামলার মূল আসামি গ্রেপ্তার

তানভীর ইসলাম আলিফ হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

 

কুমিল্লার হোমনা উপজেলায় আলোচিত পৃথক দুটি হত্যা মামলার মূল আসামি দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হোমনা থানার মামলা নং–৭, তারিখ ১৬ মার্চ ২০২৫ ইং, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধির আওতায় দায়েরকৃত ঘাড়মোড়া বিল্লাল হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি মোঃ জাকির হোসেন ওরফে ছোট (২২), পিতা—মোঃ শেখ সাব, সাং—বড় ঘাড়মোড়া, ওয়ার্ড নং–৮, থানা—হোমনা, জেলা—কুমিল্লাকে অদ্য ০২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ বিকাল ৫টা ২০ মিনিটে হোমনা থানাধীন বড় ঘাড়মোড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তাপস কুমার সরকার।

এদিকে, হোমনা থানার মামলা নং–৬, তারিখ ১২ ডিসেম্বর ২০২৫ ইং, ধারা ৩০২/৩৪ দণ্ডবিধির আওতায় দায়েরকৃত বিজয়নগর গ্রামের হৃদয় হত্যা মামলার মূল আসামি মোঃ রাসেল (৩২), পিতা—জলিল আমিন, সাং—মধ্যকান্দি, থানা—হোমনা, জেলা—কুমিল্লাকে অদ্য একই দিন দুপুর ১২টা ৪৫ মিনিটে হোমনার মধ্যকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে হোমনা থানার অফিসার ইনচার্জ মোঃ মোরশেদুল আলম চৌধুরী জানান, মামলা রেকর্ড হওয়ার পর চার থেকে পাঁচটি অভিযানিক টিম একযোগে কাজ শুরু করে। এর আগে দুইজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজ দুটি মামলার মূল হোতাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, বিজয়নগর গ্রামের গলাকেটে হৃদয় হত্যাকাণ্ডের ঘটনার পর অল্প সময়ের মধ্যেই মামলার মূল আসামিকে গ্রেপ্তার করায় হোমনা থানা পুলিশের তৎপরতা ও পেশাদারিত্ব প্রশংসার দাবিদার। দ্রুততম সময়ে অভিযুক্তদের আইনের আওতায় আনায় হোমনা থানা পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে বলে মন্তব্য করেন এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ এ ধরনের কার্যকর ভূমিকা অব্যাহত রাখবে।

Check Also

পেশায় প্রকাশক, জোনায়েদ সাকির বছরে আয় ৭ লাখ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে গণসংহতি আন্দোলনের প্রার্থী দলের প্রধান সমন্বয়কারী মো. …