সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / জোনায়েদ সাকির বহরে আওয়ামী লীগ দেখলেই প্রতিহতের হুঁশিয়ারি বিএনপি নেতাকর্মীদের

জোনায়েদ সাকির বহরে আওয়ামী লীগ দেখলেই প্রতিহতের হুঁশিয়ারি বিএনপি নেতাকর্মীদের

আসন্ন সংসদ নির্বাচনে জোনায়েদ সাকির সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী দেখলেই কঠোর প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (১০ জানুয়ারি) তেজখালি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক দলীয় সভায় এ হুঁশিয়ারি দেন তারা।

বিএনপি নেতারা বলেন, আমরা দলের স্বার্থে সাকি ভাইকে মেনে নিয়েছি, কিন্তু এতে করে আওয়ামী লীগের পুর্নবাসন করতে চাইলে তখন আমরা সরাসরি প্রতিহত করবো৷ কোনো ছাড় দেবো না। সাকি ভাই নিজে সুপারিশ করলেও কাউকে কোনো ছাড় নয়।

তারা বলেন, আওয়ামী লীগ ও দালালদের নিয়ে কোনো এলাকায় প্রবেশ করতে চাইলে তা কোনো ভাবেই আমরা মানবো না। খালেক সাহেবের সম্মানের খাতিরে আমরা ভেবে দেখছি, কিন্তু এর ব্যতিক্রম হলে আমরা বহিষ্কার কিংবা পদপদবির চিন্তা না করেই আগ্রাসন চালাবো।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ ( বাঞ্ছারামপুর) আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। এতে করে অনেকটা আশাহত দলের তৃণমূলের নেতাকর্মীরা। হাইকমান্ডের নির্দেশে ভারাক্রান্ত মনে তারা সমর্থন দিচ্ছেন জোনায়েদ সাকিকে। স্বতন্ত্র প্রার্থী হবেন না খালেক পিএসসি। এমন অবস্থায় এ ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা।

Check Also

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক …