বাঞ্ছারামপুরের বাঁশগাড়ি গ্রামের সুপরিচিত মুখ মুফতি মোবারউল্লাহ সিরাজী। তবে আরেকটি কারণে তিনি সম্প্রতি আলোচনায় এসেছেন। ওসমান হাদির মৃত্যুর দিন অর্থাৎ ২০ ডিসেম্বর তার ঘর আলোকিত করে জন্ম নেয় এক পুত্র সন্তান। ওসমান হাদির প্রতি ভালোবাসা থেকে মোবারউল্লাহ সিরাজী তার সন্তানের নাম রেখেছেন ওসমান হাদি।
বাঞ্ছারামপুরেই জন্ম নিলো নতুন এক ওসমান হাদির।
ছেলের নাম ওসমান হাদি রাখায় প্রশংসায় ভাসছেন মোবারউল্লাহ সিরাজী। সবার প্রত্যাশা নতুন এই হাদি বড় হয়ে বাংলাদেশপন্থী মানুষ হয়ে আধিপত্যের বিরুদ্ধে লড়াই জারি রাখবেন।
২০ ডিসেম্বর হাদির মৃত্যুর দিনে নতুন এই হাদির জন্মকে বেশ সুদৃষ্টি দিয়েই দেখছেন সবাই।
ওসমান হাদির প্রতি ভালোবাসা ও তার লড়াইয়ের প্রতি তীব্র সমর্থন থেকেই ছেলের নাম ওসমান হাদি রেখেছেন বলে জানান বাবা মোবারউল্লাহ সিরাজী।
ছেলেকে কী বানাতে চান এই প্রশ্ন করলে সিরাজী বলেন, আল্লাহ বাঁচিয়ে রাখলে আমি চাই আমার ছেলে বড় হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করুক। সত্যিকারের একজন দেশপ্রেমিক হোক, কারো তাবেদারি না করে নিজ পরিচয়ে বড় হোক। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকুক। এমন কেউ হতে পারলেই হাদি নামের স্বার্থকতা আসবে আর আমি সেটাই চাই।
নতুন এই হাদির বয়স এখন ২১ দিন। এর মধ্যে সে সুস্থ আছেন পুরোপুরি। ছেলের জন্য সবার কাছে দোয়া চান বাবা মোবারউল্লাহ সিরাজী। তিনি এখন দুই পুত্র সন্তানের পিতা।
সময়ের বাঞ্ছারামপুর