সাবেক সংসদ সদস্য এমএ খালেক পিএসসি বলেছেন, জোনায়েদ সাকি একজন ডায়নামিক লিডার, তিনি আগামীতে মন্ত্রী হবেন। তার মধ্যে মানুষকে আকৃষ্ট করার সব গুণ রয়েছে। দলের স্বার্থে আমরা তার জন্য কাজ করবো।
শনিবার (১০ জানুয়ারি) বিকালে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম. এ খালেক পিএসসি বলেন, বিএনপির জন্য আমার জীবন পর্যন্ত দিতে পারি। এটা একটা আবেগ আর ভালোবাসার নাম। দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে সাকির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন। দলীয় স্বার্থে আমরা একযোটে কাজ করে যাবো। দলের নেতা যখন বলে তখন সেই কথা আমি ফেলতে পারি না। আমি প্রত্যাশা করি, জোটের প্রার্থী পাস করলে আমরা ভালো থাকবো। এম. এ খালেক পিএসসির দরজা সব সময় সবার জন্য খোলা থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে বিএনপির কোনো প্রার্থী দেয়া হয়নি। আসন সমঝোতায় বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকিকেই মনোনীত করেছে দল।
সময়ের বাঞ্ছারামপুর