ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি টিম দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় কান্দু মিয়া (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কান্দু মিয়া মরিচাকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত জজ মিয়ার ছেলে এবং আনোয়ারা বেগমের সন্তান।
পুলিশ জানায়, আটককৃতের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
সময়ের বাঞ্ছারামপুর