সর্বশেষ:
Home / বাঞ্ছারামপুর / বাঞ্ছারামপুরে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি টিম দরিয়াদৌলত ইউনিয়নের মরিচাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেইন গেটসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় কান্দু মিয়া (৩০) নামে এক যুবককে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত কান্দু মিয়া মরিচাকান্দি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত জজ মিয়ার ছেলে এবং আনোয়ারা বেগমের সন্তান।

পুলিশ জানায়, আটককৃতের হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Check Also

বাঞ্ছারামপুর থেকে চিরতরে বদলি ইউএনও ফেরদৌস আরা, দাফন হবে দাউদকান্দিতে

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা মারা গেছেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে …