ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জোনায়েদ সাকিকে অবাঞ্চিত ঘোষণা করে মশাল মিছিল করেছে বিএনপির একাংশের লোকজন। শুক্রবার (১৪ নভেম্বর) মধ্যরাতের দিকে তেজখালী ইউনিয়নের বিষ্ণুরামপুর বাজার থেকে বাহেরচর পর্যন্ত যায় মশাল মিছিলটি।
এসময় শতাধিক লোকজনকে মশাল হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জোনায়েদ সাকিকে নাস্তিক আখ্যা দিয়ে তারা বলতে থাকেন, ‘ নাস্তিকদের ঠিকানা এই বাংলায় হবে না’ ডান বামদের ঠিকানা, বাঞ্ছারামপুরে হবে না৷
পরে জোনায়েদ সাকির ছবি সংযুক্ত ব্যানার পুড়িয়ে তাকে বয়কটের ডাক দেন মশাল মিছিলকারীরা।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নির্বাচনের মনোনয়নের ঘোষণা দেন জোনায়েদ সাকি। এ আসনে এখনো পর্যন্ত প্রার্থী দেয়নি বিএনপি। এখানে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থীকে মনোনয়ন দেয়ার দাবিতে মরিয়া হয়ে ওঠেছে বিএনপি নেতাকর্মীরা।
সময়ের বাঞ্ছারামপুর