গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে গলা কেটে হত্যার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর প্রেসক্লাব।
শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে ১২টায় উপজেলা চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমারদেশ পত্রিকার প্রতিনিধি মোল্লা মো: নাসির আহমেদ বলেন,“সাংবাদিক তুহিনের হত্যা কেবল একজন সাংবাদিকের কণ্ঠরোধ নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা ও সাধারণ মানুষের নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করছি।”প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নিউজ ২১ এর বিশেষ প্রতিনিধি মো: শামীম শিবলী বলেন ,রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটায় আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে, তাদের উপর হামলা মানে সত্যকে দমন করার চেষ্টা।”সহ-সভাপতি ও দৈনিক সময়ের আলো পত্রিকার প্রতিনিধি আলমগীর হোসেন বলেন,আমরা কলমের মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরি। কিন্তু আমাদের নিরাপত্তা বিঘ্নিত হলে গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা হুমকির মুখে পড়ে।”এসময় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি ও দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি ফয়সল আহমেদ খান, জনকণ্ঠ পত্রিকার প্রতিনিধি সোহাইল আহমেদ, তথ্য প্রযুক্তি সম্পাদক ও সঞ্চালক মুফতি আলাউদ্দিন সাদী, কার্যনির্বাহী সদস্য মো: পলাশ মিয়া, সুমন চক্রবর্তী মো,রোমন হায়দার, এবং মো: আতিকুর রহমান লিটনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সময়ের বাঞ্ছারামপুর